Kumartuli Case | কুমোরটুলি-কাণ্ডে মা ও মেয়ের সঙ্গে ছিলেন তৃতীয় ব্যক্তি? ভ্যানচালকের বয়ানে চাঞ্চল্যকর তথ্য!

Wednesday, February 26 2025, 9:00 am
Kumartuli Case | কুমোরটুলি-কাণ্ডে মা ও মেয়ের সঙ্গে ছিলেন তৃতীয় ব্যক্তি? ভ্যানচালকের বয়ানে চাঞ্চল্যকর তথ্য!
highlightKey Highlights

কুমোরটুলিতে টুকরো দেহ ভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার কাণ্ডে মা ও মেয়ে ছাড়াও কি জড়িত তৃতীয় ব্যক্তি?


কুমোরটুলিতে টুকরো দেহ ভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার কাণ্ডে মা ও মেয়ে ছাড়াও কি জড়িত তৃতীয় ব্যক্তি? জানা গিয়েছে, মধ্যমগ্রামের বীরেশ পল্লি এলাকা থেকে পিসিশাশুড়ির মৃতদেহ ট্রলিব্যাগে পুরে কুমোরটুলিতে হাজির হয়েছিলেন মা ও মেয়ে। তার আগে বাড়ি থেকে বারাসতের দোলতলা পর্যন্ত ভ্যান ভাড়া করে ট্রলি নিয়ে যান অভিযুক্তরা। সেই ভ্যানচালকের বয়ানেই উঠে এসেছে বিস্ফোরক তথ্য। তিনি জানান, ভোর বেলায় এক ভদ্রলোক তাকে ডেকে নিয়ে গিয়েছিলেন আরতি ও ফাল্গুনীর কাছে। ইতিমধ্যেই এই ব্যক্তির উপস্থিতির বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File