Panagarh Case | গাড়ির স্পিড বাড়াতে বলছিলেন সুতন্দ্রাই? পানাগড় কাণ্ডে চাঞ্চল্যকর দাবি চালক রাজদেওর!
Friday, February 28 2025, 1:55 pm
Key Highlightsসুতন্দ্রা চট্টোপাধ্যায়ই বলছিলেন গাড়ির স্পিড বাড়াতে? পানাগড় কাণ্ডে চাঞ্চল্যকর দাবি করলেন চালক রাজদেও শর্মা।
সুতন্দ্রা চট্টোপাধ্যায়ই বলছিলেন গাড়ির স্পিড বাড়াতে? পানাগড় কাণ্ডে চাঞ্চল্যকর দাবি করলেন চালক রাজদেও শর্মা। রবিবার রাতে বর্ধমানের পানাগড়ে গাড়ি উল্টে মৃত্যু হয় নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। অভিযোগ ওঠে, সুতন্দ্রাকে ইভটিজিং করা হয় এবং গাড়ি রেষারেষির। তবে ঘটনার পাঁচ দিন পর চালক রাজদেও শর্মা বলেন, 'কোনও ইভটিজিং হতে দেখিনি। কোনও গালাগাল শোনা যায়নি।' তার আরও দাবি, মৃতা সুতন্দ্রার কথাতেই তিনি গাড়ির গতিবেগ বাড়িয়েছিলেন এবং বাবলু যাদবের গাড়িকে ধাওয়া করেছিলেন।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পথদুর্ঘটনা
- গাড়ি দুর্ঘটনা

