Waqf Act Protest | ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত ভাঙড়! ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের!

মালদা, মুর্শিদাবাদের পর এবার ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির জেরে উত্তপ্ত ভাঙড়।
ফের ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। মালদা, মুর্শিদাবাদের পর এবার ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির জেরে উত্তপ্ত ভাঙড়। সোমবার রামলীলা ময়দান অভিযান নেমেছিলেন আন্দোলনকারীরা। কিন্তু তার আগেই বিক্ষোভকারীদের বাসন্তী হাইওয়েতে আটকে দেয় পুলিশ। ঘিরে দেওয়া হয় ব্যারিকেড দিয়ে। এরপরই উত্তেজনা বাড়তে থাকে এবংগ ব্যারিকেড ভাঙার চেষ্টা চালান বিক্ষোভকারীরা। পুলিশের দাবি, রামলীলা ময়দানে যে ওয়াকফ নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে, সেই প্রসঙ্গে আগে থেকে থানায় কোনও অনুমতিপত্র জমা দেওয়া হয়নি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ওয়াকফ বিল
- বিক্ষোভ