আন্তর্জাতিক

Elon Musk | সন্তানদের নিয়ে বিরাট 'বাহিনী' গড়তে চান ইলন! টেসলা কর্তার সন্তান ধারণের জন্য বিশ্বজুড়ে একাধিক মহিলাকে প্রস্তাব!

Elon Musk | সন্তানদের নিয়ে বিরাট 'বাহিনী' গড়তে চান ইলন! টেসলা কর্তার সন্তান ধারণের জন্য বিশ্বজুড়ে একাধিক মহিলাকে প্রস্তাব!
Key Highlights

মার্কিন সংবাদসংস্থা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, ইলনের ধারণা, সন্তান জন্মের হার হু হু করে কমছে বিশ্বে। ফলে নিজের সন্তানদের এক বিরাট বাহিনী গড়ে তুলতে চান মাস্ক।

সন্তানদের নিয়ে বিরাট বাহিনী গড়ে তুলতে চাইছেন ধনকুবের ইলন মাস্ক! বিখ্যাত মার্কিন সংবাদসংস্থা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, ইলনের ধারণা, সন্তান জন্মের হার হু হু করে কমছে বিশ্বে। ফলে নিজের সন্তানদের এক বিরাট বাহিনী গড়ে তুলতে চান মাস্ক। আর এই 'সেনা' তৈরী করার জন্য একাধিক মহিলার সঙ্গে যোগাযোগ করে মাস্কের কর্মীদের প্রস্তাব, বিশেষ চুক্তি করে মাস্কের সন্তান ধারণ করতে হবে, বদলে বিরাট আর্থিক সাহায্য করবেন ইলন। এমনকি ইলন জাপানের এক উচ্চপদস্থ মহিলাকেও নিজের বীর্য দান করেছেন বলেও খবর।