Vidyasagar Bridge | রবিতে বন্ধ বিদ্যাসাগর সেতু, টানা ১৭ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল, কোন পথে চালাবেন গাড়ি?
Saturday, January 24 2026, 3:49 pm

Key Highlightsরবিবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে।
আগামিকাল, ২৫ জানুয়ারি, রবিবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। কোলাঘাট থেকে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতামুখী মালবাহী গাড়ি নিবেদিতা সেতু হয়ে ধূলাগড়, নিবড়া, সলপ, পাকুরিয়া, বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে অবস্থিত CCR ব্রিজ হয়ে কলকাতায় ঢুকবে। আবার ডানকুনির দিক থেকে কলকাতামুখী মালবাহী গাড়ি নিবেদিতা সেতু হয়ে কলকাতায় যাবে। কলকাতামুখী যে কোনও গাড়ি হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু ও বালি ব্রিজ দিয়ে যাতায়াত করবে।
- Related topics -
- শহর কলকাতা
- দ্বিতীয় হুগলি সেতু
- হুগলি
- উড়ালপুল বন্ধ
- কলকাতা কর্পোরেশন


