UPI | গড় দৈনিক লেনদেন ৯০ হাজার ৪৪৬ কোটি টাকা! বাড়ছে UPI-র মাধ্যমে লেনদেনের পরিমাণ ও আর্থিক অঙ্ক!

Wednesday, August 20 2025, 2:53 pm
highlightKey Highlights

জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী ওই মাসে দৈনিক গড়ে ৭৫ হাজার ৭৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে ইউপিআই মাধ্যমে।


কোনও কিছু ক্রয় করার জন্য হোক কিংবা টাকা লেনদেন, ভারতের প্রায় সর্বত্রই ব্যবহার হয় অনলাইন পেমেন্ট মাধ্যম ইউপিআই। সময়ের সঙ্গে সঙ্গে ইউপিআই লেনদেনের পরিমাণ ও লেনদেনের আর্থিক অঙ্ক বেড়েই চলেছে। তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী ওই মাসে দৈনিক গড়ে ৭৫ হাজার ৭৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে ইউপিআই মাধ্যমে। যা বৃদ্ধি পেয়ে জুলাই মাসে গিয়ে দাঁড়ায় ৮০ হাজার ৯১৯ কোটিতে। আর অগস্টের ১৭ তারিখ পর্যন্ত গড় দৈনিক লেনদেন গিয়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৪৪৬ কোটি টাকায়। জানুয়ারি থেকে অগস্টের মধ্যে লেনদেন বেড়েছে  ১ কোটি ২৭ লক্ষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File