ইন্দোনেশিয়ায় মহাপ্রলয়ের ইঙ্গিত! ভয়াবহ অগ্নুৎপাতের কারণে কয়েক হাজার মানুষ ঘরছাড়া।
Monday, November 30 2020, 8:32 am
Key Highlightsইন্দোনেশিয়ায় জেগে উঠল সক্রিয় আগ্নেয়গিরি। ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেংগারা প্রদেশের লেমবাটা দ্বীপে ঘটনাটি ঘটেছে। প্রবল বিস্ফোরণের পর প্রচুর লাভা নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে চারিদিক কলো ধোঁয়ায় ঢেকে যায়। এর ফলে এখনও পর্যন্ত ওই এলাকার ২৮ গ্রামের ৩ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। দুর্ঘটনার ভয়ে কাছের একটি বিমানবন্দরের পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন ধরেই ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে আড়াই হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত মাউন্ট ইলি লেওতোলোক নামে সক্রিয় ওই আগ্নেয়গিরিটি জেগে ওঠার আভাস পাওয়া যাচ্ছিল। এর মাঝেই রবিবার ভোরে আচমকা প্রবল বিস্ফোরণের শব্দ শুনতে পান ওই আগ্নেয়গিরির আশপাশের এলাকার বাসিন্দারা।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইন্দোনেশিয়া
- আগ্নেয়গিরি
- লেমবাটা দ্বীপ
- মাউন্ট ইলি লেওতোলোক

