Ethiopia Volcano | ১০,০০০ বছর পর ইথিওপিয়ায় জাগল আগ্নেয়গিরি! আমেদাবাদে জরুরি অবতরণ করলো ইন্ডিগোর বিমান!

প্রায় ১০,০০০ বছরে প্রথমবার আচমকাই অগ্ন্যুৎপাত ঘটল ইথিওপিয়ায় ‘হাইলি গুব্বি’ আগ্নেয়গিরিতে।
প্রায় ১০,০০০ বছরে প্রথমবার আচমকাই অগ্ন্যুৎপাত ঘটল ইথিওপিয়ায় ‘হাইলি গুব্বি’ আগ্নেয়গিরিতে। যার ফলে ওই অঞ্চলের বিস্তীর্ণ এলাকার আকাশ ঢেকেছে ছাইয়ে। ইতিমধ্যে আকাশপথে জারি হয়েছে সতর্কতা। সোমবারই কেরালার কান্নুর থেকে আবুধাবিগামী ইন্ডিগোর একটি ফ্লাইট (৬ই ১৪৩৩) ঘুরিয়ে দেওয়া হয় গুজরাটের আমেদাবাদে। সেখানে জরুরি অবতরণ করেছে ফ্লাইটটি। বিশেষজ্ঞরা মনে করছেন, এই আগ্নেয়গিরির ছাই মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার আকাশপথে আরও কিছুদিন প্রভাব ফেলতে পারে। উল্লেখ্য, আকাশে আগ্নেয়গিরির ছাই বিমানের ইঞ্জিনের জন্য অত্যন্ত বিপজ্জনক।
- Related topics -
- আন্তর্জাতিক
- আগ্নেয়গিরি
- বিমান পরিষেবা
- ভারতীয় বিমান
- বিমান
- ইন্ডিগো
