আন্তর্জাতিকঅগ্নুৎপাত নিকারাগুয়ায়, বছরের শুরুতেই পরপর দুবার অগ্নুৎপাতের ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ
হঠাৎ এক বিস্ফোরণের শব্দ, আর তারপরেই কালো ধোঁয়া আর ছাইয়ে ঢেকে গেল চারদিক মঙ্গলবার বিকালে এমন ঘটনারই সাক্ষী থাকলেন নিকারাগুয়ার চিনানদেগা শহরের মানুষ। স্যান ক্রিস্টোবাল আগ্নেয়গিরি আবারও অগ্নুৎপাত ঘটিয়েছে। বছরের শুরুতেই পরপর দুবার অগ্নুৎপাতের ঘটনায় আতঙ্কিত নিকারাগুয়ার মানুষ। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭৪৫ মিটার উঁচুতে স্যান ক্রিস্টোবাল নিকারাগুয়ার সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি। জীবন্ত আগ্নেয়গিরি হলেও তাকে ঘিরেই গড়ে উঠেছে চিনানদেগার মতো শহর। দুর্ঘটনা সেভাবে ঘটে না। কিন্তু চলতি বছরে ১৪ ফেব্রুয়ারি একবার অগ্নুৎপাত ঘটে গিয়েছে স্যান ক্রিস্টোবালে। আবারও ৯ মার্চ অগ্নুৎপাত ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার বিকালে একবার বড়ো বিস্ফোরণের পর বেশ কয়েকবার জ্বালামুখ থেকে ধোঁয়া বেরিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।