আন্তর্জাতিকসম্প্রতি বন্ধ হয়ে যাচ্ছে ভয়েস অফ আমেরিকার বাংলা রেডিও-র সম্প্রচার
Voice of America-এর বাংলা রেডিও সম্প্রচার সম্প্রতি বন্ধ হয়ে যাচ্ছে।তাদের এফএম ও শর্টওয়েভ রেডিয়ো আর শোনা যাবে না আগামী শনিবার থেকে। ১৯৫৮ সালে ভয়েস অফ আমেরিকার পথ চলা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে শুরু হয়েছিল। মার্শাল আইন চালু থাকায় সেই সময় আর অন্য কোনও বেসরকারি টিভি বা রেডিয়ো স্টেশন ছিল না। ভয়েস অফ আমেরিকার ভারপ্রাপ্ত প্রোগ্রামিং পরিচালক জন লিপম্যান জানিয়েছেন, বাঙালি শ্রোতাদের কথা মাথায় রেখে তৈরী হওয়া এই রেডিও-র সম্প্রচার সীমান্তের বাইরে থেকে স্বল্পদৈর্ঘ্যের ট্রান্সমিশন স্বাধীন সংবাদ ও তথ্যের জন্য বাংলাভাষী মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছিল। তবে বর্তমানে সম্প্রচারের শ্রোতা কমতে থাকায় বাংলা সার্ভিস গুটিয়ে ফেলার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।