ভোডাফোন আইডিয়া এবার ৫০ জিবি অতিরিক্ত ইন্টারনেট ডাটা অফারদিচ্ছে

Wednesday, January 27 2021, 10:43 am
ভোডাফোন আইডিয়া এবার ৫০ জিবি অতিরিক্ত ইন্টারনেট ডাটা অফারদিচ্ছে
highlightKey Highlights

দীর্ঘমেয়াদী ভোডাফোন প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যায়। আপনি পাচ্ছেন ৭৩০ জিবি ডেটা। প্ল্যানের আওতায় থাকছে সীমাহীন ভয়েস কল ও প্রতিদিন ১০০ এসএমএস রয়েছে। VI এক বছরের জন্য ZEE5 প্রিমিয়ামের সাবস্ক্রিপশনও দিচ্ছে। যার মেয়াদ থাকছে ৩৬৫ দিন। আপনি অতিরিক্ত ৫০ জিবি ডেটা পাচ্ছেন, এটি একটি সীমিত সময়ের অফার। আপনি যদি ২,৫৬৫ টাকার প্রিপেইড প্ল্যান কিনে থাকেন তবে মূলত আপনি মাসে ২১৬ টাকা খরচা করছেন। কমদামের প্রচুর সুবিধা পাওয়ার ক্ষেত্রে এটি একটি দুর্দান্ত প্রিপেইড প্ল্যান। মনে রাখবেন, ব্যবহারকারীদের অতিরিক্ত ৫০ জিবি ডেটা পেতে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রিপেইড প্ল্যান কিনতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File