Vladimir Putin | ভিনদেশে ‘পুপ স্যুটকেস’ই পুতিনের টয়লেট, সেখানেই মল-মূত্রত্যাগ করেন রাশিয়ার প্রেসিডেন্ট!

গোপনীয়তা রক্ষা করার জন্যই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেহরক্ষীদের কাছে থাকে ‘পুপ স্যুটকেস’!
রাশিয়ার প্রেসিডেন্ট বলে কথা, শত্রু তো থাকবেই। কিন্তু ভিন্ন দেশে থাকাকালীন যদি কেউ তাঁর মল, মূত্র থেকে নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যায়? গোপনীয়তা রক্ষা করার জন্যই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেহরক্ষীদের কাছে থাকে ‘পুপ স্যুটকেস’! পুতিন যেখানেই যান, তাঁর দেহরক্ষীদের সঙ্গে থাকে এই স্যুটকেস। সেখানেই তিনি শৌচকর্ম সারেন, আর সেই মল, মূত্র স্যুটকেসে করে ফেরত আনা হয় রাশিয়ায়। সূত্রের খবর, আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠকেও এই বিশেষ স্যুটকেস নিয়ে যাওয়া হয়েছিল।