Vladimir Putin | সন্ধ্যায় দিল্লিতে পা দিচ্ছেন পুতিন, বাণিজ্য-স্বাস্থ্য-কৃষি সহ একগুচ্ছ চুক্তির অনুমোদন রাশিয়ার

রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক, তা নিয়ে মার্কিন মুলুকের আপত্তি-সহ একগুচ্ছ ঘটনার পর, ভারতে আসছেন পুতিন।
আজ সন্ধ্যায় ২৩তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ভারতে আসছেন ভ্লাদিমির পুতিন। গোটা রাজধানীতে চলছে স্নাইপার, ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নজরদারি। রুশ প্রেসিডেন্টের প্রহরায় থাকছে রাশিয়া থেকে আসা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তাকর্মী এবং ভারতের এনএসজির শীর্ষ কামান্ডোরাও। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সম্মেলনে ভারত ও রাশিয়া বাণিজ্য, স্বাস্থ্য, কৃষি, মিডিয়া এবং সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত চুক্তিতে সই করা হবে বলে আশা করা হচ্ছে। আলোচনা হবে ব্রহ্মোস নিয়েও।
