দেশ

Vladimir Putin | বৃহস্পতিতে ভারতে আসছেন ভ্লাদিমির পুতিন! নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়ে রাজধানী দিল্লি

Vladimir Putin | বৃহস্পতিতে ভারতে আসছেন ভ্লাদিমির পুতিন! নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়ে রাজধানী দিল্লি
Key Highlights

রুশ প্রেসিডেন্টের প্রহরায় থাকছে রাশিয়া থেকে আসা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা।

বৃহস্পতিবার ২৩তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য দু’দিনের ভারত সফরে আসছেন পুতিন। সূত্রের খবর, রাশিয়ার শীর্ষস্তরের অন্তত ৫০ জন নিরাপত্তাকর্মী ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন। দিল্লিতে ঢেকেছে পাঁচস্তরীয় নিরাপত্তাবলয়ে। গোটা রাজধানীতে থাকছে স্নাইপার, ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নজরদারির ব্যবস্থা। রুশ প্রেসিডেন্টের প্রহরায় থাকছে রাশিয়া থেকে আসা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তাকর্মী এবং ভারতের এনএসজির শীর্ষ কামান্ডোরাও। পুতিনের সঙ্গে আনা হচ্ছে তাঁর বিশেষ ‘পুপ সুটকেস’ এবং ‘পোর্টেবল ল‌্যাবরেটরি’ও।