সেলিব্রিটিশোকের ছায়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে, মাত্র ২৮ বছরে আত্মঘাতী দক্ষিণী অভিনেত্রী চিত্রা কামরাজ।
দক্ষিণী অভিনেত্রী ভিজে চিত্রার আকস্মিক মৃত্যুতে শোকের ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে। মাত্র ২৮ বছর বয়সেই চলে গেলেন এই তামিল অভিনেত্রী। চেন্নাইয়ের নাজারেথপেট্টাইয়ের পাঁচতারা হোটেলে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। হোটেলের ঘরে তাঁকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। জানা গেছে, মঙ্গলবার রাতে ইভিপি ফিল্ম সিটিতে শ্যুটিং শেষ করে রাত আড়াইটে নাগাদ হোটেল রুমে ফিরে আসেন। হোটেলে তিনি হবু স্বামী হেমন্তের সঙ্গে ছিলেন। সম্প্রতি তাঁর ব্যবসায়ী হেমন্তের সঙ্গে বাগদান হয়েছিল।জানা গেছে, অবসাদের কারণে ভিজে চিত্রা আত্মঘাতী হয়েছে। তাঁর আকস্মিক প্রয়াণে হতচকিত অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে প্রতিভাময়ী অভিনেত্রীর প্রয়াণে তাঁরা শোক প্রকাশ করেছেন।