Vizhinjam Transhipment Seaport | উদ্বোধন হলো দেশের প্রথম ডিপওয়াটার ট্রান্সশিপমেন্ট পোর্ট! ভারতের কোটি কোটি টাকা বাঁচাবে এই বন্দর!

Friday, May 2 2025, 2:23 pm
highlightKey Highlights

কেরালার ভিঝিনজামে আন্তর্জাতিক সমুদ্র বন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


কেরালার ভিঝিনজামে আন্তর্জাতিক সমুদ্র বন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটিই ভারতের প্রথম ডিপওয়াটার ট্রান্সশিপমেন্ট পোর্ট এবং প্রথম সেমি অটোমেটেড পোর্টও। এই সমুদ্র বন্দর তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক ৮ হাজার ৮৬৭ কোটি টাকা। কেন্দ্র সরকার জানিয়েছে, এতদিন টাকা খরচ করে কলম্বো, সিঙ্গাপুর বা দুবাইয়ের মতো বিদেশি বন্দরে হতো ভারতে প্রায় ৭৫ শতাংশ পণ্যের ট্রান্সশিপমেন্ট। কিন্তু এবার ভিঝিনজাম বন্দরের জন্য ভারতের সাশ্রয় হবে ভারতীয় মুদ্রায় প্রায় ১ হাজার ৮৫১ কোটি টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File