Air India-Vistara Merger । ১১ নভেম্বর ভিস্তারার নামে উড়বে শেষ বিমান, ১২ নভেম্বর থেকে সরকারিভাবে মিশবে ভিস্তারা ও এয়ার ইন্ডিয়া
Sunday, September 1 2024, 10:30 am
Key Highlightsআগামী ১২ নভেম্বর থেকে সরকারিভাবে ভিস্তারা মিশে যাবে এয়ার ইন্ডিয়ার সঙ্গে।
আগামী ১২ নভেম্বর থেকে সরকারিভাবে ভিস্তারা মিশে যাবে এয়ার ইন্ডিয়ার সঙ্গে। ভিস্তারার নামে শেষবার বিমান উড়বে ১১ নভেম্বর। ১২ নভেম্বর থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর নিয়ে ভিস্তারার সব বিমান উড়বে। যদিও ২০২৫ সালের প্রথমদিক পর্যন্ত প্রায় সব বিমান, সূচি এবং বিমানকর্মী অপরিবর্তিত রাখা হবে। FDI অনুমোদন নতুন সম্মিলিত ক্যারিয়ারে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ৩৬০ মিলিয়ন বিনিয়োগের পথ প্রশস্ত করবে। চুক্তি সম্পন্ন হওয়ার পরে ২৫.১ শতাংশ শেয়ার থাকবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের হাতে।
-  Related topics - 
 - বাণিজ্য
 - ব্যবসা বাণিজ্য
 - বিমান
 - এয়ার ইন্ডিয়া
 

 