Vistara-Air India | এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশলো ভিস্তারা, দোহা থেকে উড়লো প্রথম বিমান
সোমবার রাতে দোহা থেকে মুম্বইয়ের উদ্দেশে প্রথম উড়ান উড়লো এয়ার ইন্ডিয়া ভিস্তারার বিমান।
এক হয়ে গেলো ভিস্তারা ও এয়ার ইন্ডিয়া! সোমবার রাতে দোহা থেকে মুম্বইয়ের উদ্দেশে প্রথম উড়ান উড়লো এয়ার ইন্ডিয়া ভিস্তারার বিমান। 'এআই ২২৮৬' নামের বিমানটি স্থানীয় সময় রাত ১০টা ৭ মিনিটে দোহা থেকে রওনা হয় এবং মঙ্গলবার সকালে মুম্বইতে অবতরণ করে। এরপর মঙ্গলবার সকাল দেড়টা নাগাদ মুম্বই থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় তাঁদের প্রথম শিডিউল ফ্লাইট এআই২৯৮৪। এটি একটি এ৩২০ বিমান। উল্লেখ্য, ভিস্তারা ও এয়ার ইন্ডিয়া সংযুক্তিকরণের ফলে ভারতে ফুল সার্ভিস ক্যারিয়ারের সংখ্যা ১ এ দাঁড়াল।
- Related topics -
- দেশ
- ভারত
- বিমান
- বিমান পরিষেবা
- ভারতীয় বিমান
- এয়ার ইন্ডিয়া