বিশ্বভারতীর শতবর্ষে মুখ্যমন্ত্রী মমতার টুইট! স্মরণ করলেন ‘বিশ্বসাথে’ যোগের কথা।

Thursday, December 24 2020, 11:40 am
বিশ্বভারতীর শতবর্ষে মুখ্যমন্ত্রী মমতার টুইট! স্মরণ করলেন ‘বিশ্বসাথে’ যোগের কথা।
highlightKey Highlights

বিশ্বভারতীর শতবর্ষে বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে বক্তব্য রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শতবর্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও ভার্চুয়ালি থাকার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন রাখেননি মমতা তবে টুইটারে শ্রদ্ধাজ্ঞাপন সারলেন তিনি। ২৪ ডিসেম্বর সকাল সকাল বিশ্বভারতীর শতবর্ষ উপলক্ষে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে রবীন্দ্রনাথ ঠাকুরের গান উদ্ধৃত করে লিখেছেন, ‘‘বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও’’। বললেন, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ও দর্শনকে সংরক্ষণ করার কথাও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File