Virat Kohli | 'কিং' ইজ ব্যাক! ৩০তম টেস্ট সেঞ্চুরি করে নিন্দুকদের চুপ করিয়ে দিলেন বিরাট কোহলি

Sunday, November 24 2024, 10:18 am
Virat Kohli | 'কিং' ইজ ব্যাক! ৩০তম টেস্ট সেঞ্চুরি করে নিন্দুকদের চুপ করিয়ে দিলেন বিরাট কোহলি
highlightKey Highlights

৩০তম টেস্ট সেঞ্চুরি করলেন কিং কোহলি! পারথে দ্বিতীয়বার তিন অঙ্কের রানে পৌঁছলেন তিনি।


৩০তম টেস্ট সেঞ্চুরি করলেন কিং কোহলি! পারথে দ্বিতীয়বার তিন অঙ্কের রানে পৌঁছলেন তিনি। প্রথম ইনিংসে মাত্র ৫ রানে আউট হয়েছিলেন বিরাট। তার পর থেকে সমালোচনা আরও বেড়েছিল তাঁর ব্যাটিং নিয়ে। কিন্তু দ্বিতীয় ইনিংসে চুপ করিয়ে দিলেন নিন্দুকদের। ১৪৩ বলে ১০০ রান করলেন বিরাট। গোটা ইনিংসে মেরেছেন ৮টি বাউন্ডারি। হাঁকিয়েছেন দুটি ছক্কা। সবমিলিয়ে ৮১তে পৌঁছে গেল কোহলির সেঞ্চুরির সংখ্যা। উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই মাসের পর এই প্রথমবার টেস্টে তিন অঙ্কের রান পেরলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File