Virat Kohli | প্রোটিয়াদের বিরুদ্ধে 'বিরাট' ঝড়, ওডিআই-এ ৫২তম সেঞ্চুরি হাঁকালেন কোহলি!

Sunday, November 30 2025, 1:36 pm
Virat Kohli | প্রোটিয়াদের বিরুদ্ধে 'বিরাট' ঝড়, ওডিআই-এ ৫২তম সেঞ্চুরি হাঁকালেন কোহলি!
highlightKey Highlights

কিং কোহলি আছেন সিংহাসনেই! হাউসফুল রাঁচির গ্যালারির সামনে রবি-দুপুরটা জমিয়ে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)।


কিং কোহলি আছেন সিংহাসনেই! হাউসফুল রাঁচির গ্যালারির সামনে রবি-দুপুরটা জমিয়ে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রোটিয়াদের বিরুদ্ধে ১০২ বলে হাঁকালেন সেঞ্চুরি। শতরানের পথে কোহলির ব্যাটে এসেছে ৭টি চার আর ৫টি ছয়। করবিন বশের বলে ছয় মেরে হাফসেঞ্চুরি পূরণ করেছিলেন কোহলি। দেখতে দেখতে করে ফেললেন ওডিআই কেরিয়ারের ৫২তম সেঞ্চুরি। বলা বাহুল্য, দীর্ঘ ৯ মাস পর বিরাট কোহলির ব্যাটে এল সেঞ্চুরি। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ২৩ ফেব্রুয়ারি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কোহলি। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File