Virat Kohli | 'কখনও ভাবতে পারিনি যে এই দিনটা আসবে,আজ আমি বাচ্চার মতো ঘুমাব’! IPL খেতাব জিতে অশ্রু জলে 'কিং' কোহলি!
Tuesday, June 3 2025, 6:42 pm
Key Highlightsতিনি 'কিং'ই বটে, ওয়ানডে বিশ্বকাপ, টি টোয়েন্টি বিশ্বকাপ, ব্যক্তিগত স্তরে অসংখ্য খেতাবের পর এবার IPL খেতাবও পেলেন বিরাট কোহলি।
তিনি 'কিং'ই বটে, ওয়ানডে বিশ্বকাপ, টি টোয়েন্টি বিশ্বকাপ, ব্যক্তিগত স্তরে অসংখ্য খেতাবের পর এবার IPL খেতাবও পেলেন বিরাট কোহলি। আঠারোটা বছর পর কাটল খড়া, আর শুনতে হবে না, রাজা, আপনার IPL খেতাব কোথায়? পঞ্জাবকে হারিয়ে যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেলো, এবারের IPL জয়ী RCB, তখন মাঠের মধ্যেই কেঁদে ফেললেন বিরাট। মাঠে মাথা ঠেকিয়ে উজাড় করে দিলেন সমস্ত আবেগ। সেই আবেগের বিস্ফোরণের মধ্যেই বিরাট বললেন, 'কখনও ভাবতে পারিনি যে এই দিনটা আসবে। এই জয়টা যতটা দলের ততটা ফ্যানদের জন্য।আজ রাতে আমি বাচ্চার মতো ঘুমাব।’

