Virat Kohli | আশঙ্কা সত্যি হলো, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন 'কিং কোহলি' !

সোমবার সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে টেস্ট থেকে অবসর ঘোষণা করেন কোহলি।
আগেই জানিয়েছিলেন বিসিসিআইকে। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে টেস্ট থেকে পাকাপাকিভাবে অবসর ঘোষণার কথা জানালেন বিরাট কোহলি। শেষ হলো এক বর্ণোজ্বল অধ্যায়ের। ভারতের হয়ে মোট ১২৩টি টেস্ট খেলেছেন বিরাট। ২১০টি ইনিংসে সংগ্রহ করেছেন ৯২৩০ রান, ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি হাফ সেঞ্চুরি। এদিন সোশ্যাল মিডিয়ায় আবেগঘন কিং কোহলি লিখলেন ‘আমি সত্যিই ভাবতে পারিনি যে, এই ফর্ম্যাটে আমার যাত্রা এত দীর্ঘ হবে। এই ফর্ম্যাট আমাকে যাচাই করেছে, আমাকে গড়ে তুলেছে এবং আমাকে শিক্ষা দিয়েছে যা আমি সারা জীবন বয়ে বেড়াব।’