স্বাস্থ্যউদ্বেগে স্বাস্থ্য ভবন! বাড়ছে অজানা জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা, সাবধান হবেন কী ভাবে?
প্রতিদিন রাজ্যে শিশুদের শ্বাসকষ্ট এবং জ্বরে আক্রান্তর সংখ্যা বাড়ছে। জানা যাচ্ছে, উত্তরবঙ্গের একাধিক জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গেও প্রচুর শিশু এই জ্বরে আক্রান্ত হচ্ছে। বর্তমানে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাওড়া, হুগলি থেকে আসা শিশুরাও জ্বর নিয়ে ভর্তি। অসুস্থ শিশুদের লালারসের নমুনা সংগ্রহ করে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে পরীক্ষা করা হয়েছিল। দেখা গেছে, রেসপিরেটরি সিনসেটিয়াল ভাইরাস (আরএস ভাইরাস)-এর কারণে এই জ্বর হচ্ছে। কোভিড কালে শিশুদের এই জ্বর নিয়ে যথেষ্ট চিন্তিত এবং সতর্ক স্বাস্থ্য ভবনও।