Sachin-Vinod Kambli | ছেলেবেলার বন্ধু সচিনকে দেখে আবেগঘন বিনোদ কাম্বলি! ভাইরাল মুহূর্ত

Wednesday, December 4 2024, 10:06 am
highlightKey Highlights

সচিনকে দেখে অনেক কষ্টে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন কাম্বলি। এগিয়ে আসেন বন্ধু সচিনও। একে অপরের সঙ্গে কথা বলেন।


বহু যুগ পর একই মঞ্চে দেখা গেলো সচিন তেন্ডুলকর ও বিনোদ কাম্বলিকে। মঙ্গলবার মুম্বাইয়ে ছত্রপতি শিবাজি পার্কে রমাকান্ত আচরেকরের নামাঙ্কিত মেমোরিয়ালের উদ্বোধনে দেখা যায়, সচিনকে দেখে অনেক কষ্টে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন কাম্বলি। এগিয়ে আসেন বন্ধু সচিনও। একে অপরের সঙ্গে কথা বলেন। দীর্ঘক্ষণ সচিনের হাত ধরে থাকতে দেখা গেছে কাম্বলিকে। ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে সেই মুহূর্ত। উল্লেখ্য, সচিন কিংবদন্তি হয়ে উঠলেও নানা কারণে পিছিয়ে পড়েছেন কাম্বলি, কেরিয়ার শেষ হয়ে গিয়েছে হতাশায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File