Vinod Kambli | হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলি! কী হলো প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের?
২১ ডিসেম্বর অর্থাৎ শনিবার তাঁকে মুম্বইয়ের থানের আকৃতি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে খবর আজ প্রকাশ্যে এসেছে।
হাসপাতালে ভর্তি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি। জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২১ ডিসেম্বর অর্থাৎ শনিবার তাঁকে মুম্বইয়ের থানের আকৃতি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে খবর আজ প্রকাশ্যে এসেছে। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের কী সমস্যা হয়েছে তা এখনও জানা যায়নি। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় টেস্টও করা হয়েছে তাঁর। এখন তাঁর অবস্থা অবস্থা কিছুটা হলেও স্থিতিশীল।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার