Vinesh Phogat | ভিনেশকে রুপোর পদক দেওয়ার জন্য আদালতে আবেদন! শুক্রবারই শুনানি
Friday, August 9 2024, 9:11 am
Key Highlightsঅলিম্পিকে কি রুপো পাবেন ভিনেশ ফোগাত? আজই সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
অলিম্পিকে কি রুপো পাবেন ভিনেশ ফোগাত? আজই সেই সিদ্ধান্ত নেওয়া হবে। মাত্র ১০০ গ্রাম বেশি ওজনের জন্য বাতিল করা হয় ভিনেশকে। রুপোর জন্য আবেদন করা হয়েছে কোর্ট অফ অরবিট্রেশন ফর স্পোর্টস। যুক্তি হিসেবে দেখানো হয়েছে, ভিনেশ সোনা পদকের ম্যাচ খেলার জন্য যোগ্যতা অর্জন করেছেন। কিন্তু ওজন বেশি থাকায় তিনি সেই ম্যাচটা খেলতে পারেননি। বাকি যে তিনটে ম্যাচ খেলে তিনি ফাইনালে প্রবেশ করেছেন সেই তিনটে ম্যাচও বাদ দেওয়া হয়েছে। কিন্তু ভিনেশ সেই তিনটে ম্যাচ খেলেছেন নিয়ম নেমে।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪
- অলিম্পিক্স
- মহিলা কুস্তিগীর
- কুস্তি
- ভিনেশ ফগত

