Vinesh Phogat | অলিম্পিকে পদক পাচ্ছেন না ভিনেশ! তাঁকে রুপো দেওয়ার দাবিকে সমর্থন নয় সোনাজয়ী রেই হিগুচির

মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগে পদক পাওয়া হল না ভিনেশের।
অলিম্পিক কুস্তিতে অতিরিক্ত ওজনের জন্য বাতিল করা হয়েছিল ভিনেশ ফোগাতকে। এরপরই ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে বিষয়টি নিয়ে আপিল করা হয় কোর্ট ফর আর্বিট্রেশান অফ স্পোর্টসে। তবে সেই আবেদন খারিজ করে দেওয়া হল। ফলে মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগে পদক পাওয়া হল না ভিনেশের। এদিকে ভিনেশকে রুপোর পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে সেই সিদ্ধান্তে সহমত হতেন না বলে স্পষ্ট করে দিয়েছেন প্যারিসে সোনাজয়ী জাপানি তারকা কুস্তিগীর রেই হিগুচি।