Vinesh Phogat । 'বিদায় কুস্তি ২০০১-২০২৪'-প্যারিসে স্বপ্নভঙ্গের পর আবেগঘন বার্তা দিয়ে অবসরের ঘোষণা করলেন ভিনেশ
প্যারিসে স্বপ্নভঙ্গ ভিনেশ ফোগাটের। মরিয়া চেষ্টা করেও খেলতে পারলেন না ভিনেশ। ১০০গ্রাম বাড়তি ওজনের জন্য বাতিল করা হয় তাকে।
প্যারিসে স্বপ্নভঙ্গ ভিনেশ ফোগাটের। মরিয়া চেষ্টা করেও খেলতে পারলেন না ভিনেশ। ১০০গ্রাম বাড়তি ওজনের জন্য বাতিল করা হয় তাকে। এই খবর ভেঙে দেয় গোটা ভারতকে। এই ঘটনার একদিন পরই সোশাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়ে অবসরের ঘোষণা করলেন ভিনেশ। তিনি লেখেন,“মা, কুস্তি আমার বিরুদ্ধে জিতে গেল। আমি হেরে গেলাম। তোমার স্বপ্ন আর আমার সাহস দুটোই ভেঙে গেল। পারলে ক্ষমা করে দিও। আমার মধ্যে আর শক্তি অবশিষ্ট নেই। বিদায় কুস্তি ২০০১-২০২৪। আপনাদের সকলের কাছে ঋণী হয়ে থাকব।”