দেশ

Vijay Mallya | ‘পলাতক বলতে পারেন, কিন্তু চোর নই’, প্রণব মুখোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুলও তুললেন বিজয় মাল্য!

Vijay Mallya | ‘পলাতক বলতে পারেন, কিন্তু  চোর নই’, প্রণব মুখোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুলও তুললেন বিজয় মাল্য!
Key Highlights

‘আমাকে পলাতক বলতে পারেন, কিন্তু আমি চোর নই’, ইউটিউবার রাজ সামানিকে দেওয়া সাক্ষাৎকারে বললেন বিজয় মাল্য।

‘আমাকে পলাতক বলতে পারেন, কিন্তু আমি চোর নই’, ইউটিউবার রাজ সামানিকে দেওয়া সাক্ষাৎকারে বললেন বিজয় মাল্য। কিংফিশার এয়ারলাইন্সের ভরাডুবির জন্য তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের দিকেও আঙুল তোলেন তিনি। তার কথায়, ‘যখন এয়ারলাইন্স কোম্পানির খুব খারাপ অবস্থা চলছিল তখন সাহায্যের জন্য তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম। আমাকে বলা হয়েছিল, ব্যাঙ্ক তোমার পাশে আছে। এখান থেকেই শুরু।’ এদিকে ভারতে ফেরার জন্য ন্যায়বিচার এবং সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তার শর্তও দেন 'পলাতক' ব্যবসায়ী।