Vidyasagar University | বিপ্লবীরা ‘সন্ত্রাসবাদী’! প্রশ্নপত্র প্রকাশ্যে আসতেই ক্ষমা চাইলেন উপাচার্য

শহিদ প্রশস্তি সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মেল পাঠানো হয়। সেই পরিপ্রেক্ষিতে ক্ষমা চাইলেন উপাচার্য।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে চলছিল ষষ্ঠ সেমেস্টারের ইতিহাস অনার্সের মডার্ণ ন্যাশনালিজম ইন ইন্ডিয়া বিষয়ে পরীক্ষা। প্রশ্নপত্রে ‘ক’ বিভাগের ১২ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়, ‘মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিষ্ট্রেটের নাম কর যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন?’ প্রশ্নপত্র প্রকাশ্যে আসতেই শিক্ষাবিদরা প্রশ্ন তোলেন, অগ্নিযুগের বিপ্লবীরা দেশের জন্যে প্রাণ দিয়েছিলেন। তাঁদের সন্ত্রাসবাদী তকমা দেওয়া হলো কেন? বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক করা জানিয়েছেন এটি অনিচ্ছাকৃত ভুল। তিনি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী বলে জানিয়েছেন।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মেদিনীপুর
- শিক্ষা ব্যবস্থা
- শিক্ষাদফতর