Kolkata Traffic | হচ্ছে সেতু মেরামত, কোনা এক্সপ্রেসওয়েতে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের, যাবেন কোন পথে?

Saturday, August 23 2025, 3:46 am
Kolkata Traffic | হচ্ছে সেতু মেরামত, কোনা এক্সপ্রেসওয়েতে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের, যাবেন কোন পথে?
highlightKey Highlights

কোনা এক্সপ্রেসওয়ে এবং বিদ্যাসাগর সেতুতে গাড়ি চলাচল নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে।


বিদ্যাসাগর সেতু মেরামতির কারণে রবিবার, ২৪ অগস্ট ভোর ৪টে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সেতু এবং কোনা এক্সপ্রেসওয়েতে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে। পণ্যবাহী গাড়ি ছাড়া কোলাঘাটের থেকে কলকাতা যাওয়া গাড়িগুলি ধুলাগড় টোল প্লাজা হয়ে এবং ডানকুনি থেকে কলকাতার দিকে যাওয়া গাড়িগুলি মাটিয়াপাড়া হয়ে নিবেদিতা সেতু বা বিবেকানন্দ সেতু নিতে পারবে। কলকাতা থেকে হাওড়াগামী গাড়ি হাওড়া ব্রিজ বা নিবেদিতা সেতু ব্যবহার করতে পারবে। ছোটো গাড়িগুলিকে কোনা এক্সপ্রেসওয়ে হয়ে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File