নয়া ভাবনা মোদির! তবে কি ভিক্টোরিয়া মেমোরিয়লের নাম হতে চলেছে 'নেতাজি মেমোরিয়াল' ?
Thursday, January 21 2021, 9:58 am
Key Highlightsনেতাজি সুভাষ চন্দ্র বোস-এর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন করতে আগামী ২৩ শে জানুয়ারি, শনিবার কলকাতায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, ওই দিনই ভিক্টোরিয়া মেমোরিয়লের সঙ্গে যুক্ত হতে পারে আজাদ হিন্দ ফৌজের নামও। কালকা মেলের নাম পরিবর্তনের পাশাপাশি ভিক্টোরিয়া মেমোরিয়ালের নতুন নাম হতে পারে 'নেতাজি মেমোরিয়ল', সেই নিয়ে কোনো নিশ্চিত খবর মেলেনি এখনও। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে ২৩ জানুয়ারিকে পরাক্রম দিবস হিসেবেও ঘোষণা করা হয়েছে।