Australia | দাউদাউ করে জ্বলছে ভিক্টোরিয়ার একাংশ, অস্ট্রেলিয়ায় পুড়ে ছাই ১১৯টি বাড়ি!
Saturday, January 10 2026, 6:39 am

Key Highlightsঅস্ট্রেলিয়ায় ফিরল ‘ব্ল্যাক সামার’-এর স্মৃতি! তীব্র তাপপ্রবাহের সঙ্গে চোখ রাঙাচ্ছে দাবানল।
অস্ট্রেলিয়ায় ফিরল ‘ব্ল্যাক সামার’-এর স্মৃতি! তীব্র তাপপ্রবাহের সঙ্গে চোখ রাঙাচ্ছে দাবানল। দাউদাউ করে জ্বলছে ভিক্টোরিয়ার একাংশ। পুড়ে গিয়েছে ৩ লক্ষ হেক্টরের বেশি জঙ্গল। কয়েক হাজার বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা। ছাই হয়ে গিয়েছে ১১৯টি বাড়ি। দমকলকর্মীরা জানিয়েছেন, ভিক্টোরিয়া জুড়ে ৬৭টি জায়গায় আগুন জ্বলছে। দাবানল কবে নিয়ন্ত্রণে আসবে, সেই নিয়ে কোনও আশার কথা শোনাতে পারেননি কান্ট্রি ফায়ার অথরিটি-র প্রধান জেসন হেফারনান।
- Related topics -
- আন্তর্জাতিক
- অস্ট্রেলিয়া
- দাবানল


