Arti Sarin | ভারতীয় সশস্ত্র বাহিনীতে কাজ করা সর্বোচ্চ রাঙ্কিং মহিলা অফিসার হিসেবে দায়িত্ব পেলেন ভাইস অ্যাডমিরাল আরতি সারিন
Tuesday, October 1 2024, 11:26 am
Key Highlightsপ্রথম মহিলা হিসেবে ট্রাই সার্ভিস আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসের প্রধান হিসাবে দায়িত্ব পেলেন ভাইস অ্যাডমিরাল আরতি সারিন।
প্রথম মহিলা হিসেবে ট্রাই সার্ভিস আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসের প্রধান হিসাবে দায়িত্ব পেলেন ভাইস অ্যাডমিরাল আরতি সারিন। তিনি ভারতীয় সশস্ত্র বাহিনীতে কাজ করা সর্বোচ্চ রাঙ্কিং মহিলা অফিসার হিসেবেও দায়িত্ব পেলেন। আরতি ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী উভয়ের জন্য চিকিৎসা পরিষেবার মহাপরিচালক হিসাবে কাজ করেছেন। ভাইস অ্যাডমিরাল সারিন দুটি প্রধান ইউনিটের নেতৃত্ব দিয়েছেন, INHS আসবিনি এবং AFMC। এছাড়াও সাউদার্ন নেভাল কমান্ড (SNC) এবং ওয়েস্টার্ন নেভাল কমান্ড (WNC) এর কমান্ড মেডিকেল অফিসার ছিলেন তিনি।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা বাহিনী
- ভারতীয় সেনা

