Pratul Mukhopadhyay | বাংলা হারালো সুর, প্রয়াত প্রবীণ সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়!

অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৮২ বছর বয়সী শিল্পী। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হতে শুরু করে।
প্রয়াত প্রবীণ শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৮২ বছর বয়সী শিল্পী। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হতে শুরু করে। বাঙালি প্রবীণ শিল্পীর গাওয়া ‘আমি বাংলায় গান গাই’, ‘তোমার কি কোনও তুলনা হয়’, ‘ফেব্রুয়ারির একুশ তারিখ’ এর মতো গান মন জিতেছে বারবার। নিজের গানে বাদ্যযন্ত্র ব্যবহার কখনওই পছন্দ করেননি। কিন্তু তাঁর কণ্ঠনিঃসৃত জাদুতে গানের কথার সুরেলা চলন মগ্ন করে রাখত শ্রোতাকে। ফলে শিল্পীর প্রয়াণ হলেও অমর থেকে যাবে তাঁর অসামান্য সৃষ্টি।
- Related topics -
- বিনোদন
- সঙ্গীতশিল্পী
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- প্রয়াত