Bhadra Basu | প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু, শোকের ছায়া টলিউডে

Saturday, November 15 2025, 7:03 am
highlightKey Highlights

জানা গিয়েছে, 65 বছর বয়সী অভিনেত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল৷ কয়েকদিন আগেই অস্ত্রোপচারও হয়েছে৷


বিনোদন জগতে একের পর এক নক্ষত্রপতন। শুক্রবার রাতেই না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু। জানা গিয়েছে 65 বছর বয়সী অভিনেত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। সম্প্রতি অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। কিন্ত শেষরক্ষা হলো না। প্রখ্যাত নাট্য নির্দেশক তথা অভিনেতা অসিত বসুর স্ত্রী ভদ্রা নাট্যদুনিয়ায় এক বিখ্যাত ব্যক্তিত্ব। তাঁর পরিচালিত নাটক ‘গওহরজান’ প্রশংসাযোগ্য। সুমন মুখোপাধ্যায়ের 'পুতুলনাচের ইতিকথা', অনিলাভ চট্টোপাধ্যায়ের 'বেলা' সিনেমাতেও নিজের ছাপ রেখেছেন অভিনেত্রী। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদনমহল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File