আরোএক নক্ষত্রপতন, প্রয়াত প্রবীণ অভিনেতা বিশ্ব মোহন বাদোলা। বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি।
Wednesday, November 25 2020, 11:21 am
 Key Highlights
Key Highlights২০২০ শুধু যেন হারানোরই বছর একের পর এক দুঃসংবাদ এনেই চলেছে।সোমবার প্রয়াত হলেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব এবং প্রবীণ অভিনেতা বিশ্ব মোহন বাদোলা। আবারও শোকের ছায়া নামল সিনেমামহলে। সূত্রের খুর বার্ধক্যজনিত কারণেই অসুস্থ ছিলেন তিনি বেশ কিছুদিন ধরে। গত সোমবার মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৪ বছর।থিয়েটার তো বটেই, একাধিক জনপ্রিয় হিন্দি সিনেমায় বার বার দর্শকদের অবাক করেছে তাঁর অভিনয়। ‘যোধা আকবর’, ‘লাগে রহো মুন্না ভাই’, ‘জলি এলএলবি ২’, ‘স্বদেশ’ প্রভৃতি সিনেমায় সহকারী অভিনেতা হিসাবে দেখা গিয়েছিল তাঁকে। ‘তাসখন্দ ফাইলস’, ‘হোয়াটস ইয়োর রাশি?’ ওয়েব সিরিজেও করেছেন অভিনয়। চলচ্চিত্রজগতে আসার আগে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন বিশ্ব মোহন বাদোলা।
-  Related topics - 
- সেলিব্রিটি
- প্রয়াত
- অভিনেতা
- বিশ্ব মোহন বাদোলা

 
 