Mohun Bagan vs East Bengal | সরকারিভাবে ঘোষিত হয়ে গেল ১১ জানুয়ারি ডার্বির ভেনু! ঘোষণায় দেরি হওয়ায় মোহনবাগানের ওপর ক্ষুব্ধ ইস্টবেঙ্গল
২০২৫ সালে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ডার্বি আয়োজিত হতে চলেছে গুয়াহাটিতে।
অবশেষে সরকারিভাবেও ঘোষিত হয়ে গেল ১১ জানুয়ারি ডার্বি ম্যাচের ভেনু। ২০২৫ সালে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ডার্বি আয়োজিত হতে চলেছে গুয়াহাটিতে। এই ম্যাচ কলকাতার যুবভারতীতে আয়োজিত হওয়ার কথা ছিল, কিন্তু গঙ্গাসাগর মেলার কারণে নিরাপত্তার অভাবে ম্যাচের ভেনু বদলানো হলো। তবে ম্যাচের তিন দিন সরকারিভাবে ভেনু ঘোষণা করে মোহনবাগানের ওপর ক্ষুব্ধ লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার। ক্ষোভের সুরে তিনি বলেন, “ডার্বির ভেনু ঠিক করে ফেলার পরেও ইস্টবেঙ্গলকে সমস্যায় ফেলতে ইচ্ছে করেই ভেনু ঘোষণা করছে না মোহনবাগান।”