East Bengal | ডার্বির আগেই নয়া চমক ইস্টবেঙ্গলে! দলে সই করলেন নেইমারের বিরুদ্ধে খেলা বিদেশী তারকা ফুটবলার

Tuesday, January 7 2025, 4:38 pm
highlightKey Highlights

লাল হলুদ ব্রিগেডে সই করলেন ভেনিজুয়েলার জাতীয় দলের ফুটবলার রিচার্ড সেলিস।


ইস্টবেঙ্গলে নয়া বিদেশি তারকা ফুটবলার! লাল হলুদ ব্রিগেডে সই করলেন ভেনিজুয়েলার জাতীয় দলের ফুটবলার রিচার্ড সেলিস। এই বিদেশি তারকা যোগ দিলেন মিডফিল্ডার মাদিহ তালালের পরিবর্তে। এমনিতে ভেনিজুয়েলার এই ফুটবলার উইঙ্গার হলেও খেলে থাকেন স্ট্রাইকার হিসেবেও। ২৮ বছর বয়সী রিচার্ড নেইমারের বিরুদ্ধে খেলেছেন। ভেনিজুয়েলার জার্সিতে ২৫০র বেশি ম্যাচ খেলেছেন তিনি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলার পাশাপাশি কোপা আমেরিকাতেও জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে খেলেছেন রিচার্ড ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File