Venezuela-America | কোনও রকম ‘ভয় ছাড়াই’ আমেরিকার সঙ্গে আলোচনা করবে ভেনেজ়ুয়েলা, ঘোষণা রদ্রিগেজের
Thursday, January 22 2026, 3:07 am

Key Highlightsরদ্রিগেজ় জানিয়েছেন তিনি কোনও রকম ‘ভয় ছাড়াই’ আমেরিকার সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যেতে রাজি।
আমেরিকায় যাচ্ছেন ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ়! আলোচনায় বসবেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে। বুধবার এই ইঙ্গিত দিয়েছেন আমেরিকার এক শীর্ষ আধিকারিক। প্রেসিডেন্ট রদ্রিগেজ় জানিয়েছেন, ‘আমরা আলোচনার একটি প্রক্রিয়ার মধ্যে আছি। কোন রকম ভয় ছাড়াই আমেরিকার সঙ্গে কাজ করতে চাইছি আমরা। একই সঙ্গে আমাদের মধ্যে যে পার্থক্য এবং অসুবিধাগুলি আছে সেগুলির মোকাবিলাও করতে চাইছি। কূটনীতির মাধ্যমে সেগুলি সমাধান করার জন্য আমরা এই আলোচনা চালিয়ে যেতে রাজি।’
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- দক্ষিণ আমেরিকা
- আমেরিকা প্রেসিডেন্ট
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প
- donald trump
- ভেনেজুয়েলা


