আরব সাগরের উপকূল আলিবাগে, গোধুলি লগ্নে ছোট্টবেলার প্রেমিকা নতাশা দলালের সঙ্গে বিয়ে সারবেন বরুণ ধবন
Sunday, January 17 2021, 4:55 pm
Key Highlightsইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবদের বাদ দিয়েই বিয়েটা সারবেন ভেবেছিলেন বরুণ ধবন। আরব সাগরের উপকূল শহর আলিবাগে, গোধুলি লগ্নে একান্ত পরিসরেই এক হতে চেয়েছিলেন ছোট্টবেলার প্রেমিকা নতাশা দলালের সঙ্গে। কিন্তু, শেষমেশ তারকাদের দূরে রাখার প্রতিজ্ঞা ধরে রাখতে পারলেন না। বরুণ ধবনের অত্যন্ত ঘনিষ্ঠ সূত্র পাওয়া খবর বলছে, ৬ দিনের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শুধুমাত্র বলিউডের বেশ কিছু কাছের বন্ধু ও প্রভাবশালী তারকাকেই বেছে নিয়েছেন ডেভিড ধবনের পুত্র। বরুণ নতাশার সঙ্গীত, মেহেন্দি, থেকে শুরু করে বিয়ের ধর্মীয় অনুষ্ঠান মাতিয়ে রাখবেন তাঁরাই।
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- বরুন ধাওয়ান
- নাতাশা দলাল
- বিবাহ

