Varun Chakravarthy | টি টোয়েন্টি সিরিজ়ে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার! ওডিআইতে অভিষেক করেই রেকর্ড বরুণের!
Sunday, February 9 2025, 11:35 am

বহু প্রতীক্ষার পর অবশেষে ওডিআই ক্রিকেটে অভিষেক হলো বরুণ চক্রবর্তীর।
বহু প্রতীক্ষার পর অবশেষে ওডিআই ক্রিকেটে অভিষেক হলো বরুণ চক্রবর্তীর। আর অভিষেকেই রেকর্ড গড়লেন তিনি। টিম ইন্ডিয়ার দ্বিতীয় প্রবীণ ক্রিকেটার হিসেবে ওডিআইতে অভিষেক করলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতে কটকে কুলদীপ যাদবের জায়গায় অভিষেক হলো তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ়ে প্রথমে সুযোগ দেওয়া হয় বরুণকে। ওডিআই দলে তিনি ছিলেন না। টি টোয়েন্টি সিরিজ়ে তিনি দুর্দান্ত পারফর্ম করায় তিনি নির্বাচকদের মন জেতে এবং তাঁকে সুযোগ দেওয়া হয় ওডিআই সিরিজ়ে।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- ভারতীয় ক্রিকেটদল