দেশ

Varanasi | স্পা সেন্টারের আড়ালে চলছিল সেক্স র‌্যাকেট! মোদির বারাণসীতে কাঠগড়ায় বিজেপি নেত্রী!

Varanasi | স্পা সেন্টারের আড়ালে চলছিল সেক্স র‌্যাকেট! মোদির বারাণসীতে কাঠগড়ায় বিজেপি নেত্রী!
Key Highlights

গত সোমবার রাতে বারাণসীর একটি ফ্ল্যাটে হানা দিয়ে বড়সড় যৌনচক্রের হদিশ পেয়েছে পুলিশ।

গত সোমবার রাতে বারাণসীর একটি স্পা সেন্টারে হানা দিয়ে বড়োসড়ো সেক্স র‌্যাকেটের হদিশ পায় পুলিশ। ওই ফ্ল্যাট থেকে ৯ মহিলা এবং ৪ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মহিলারা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। পুলিশের প্রাথমিক ধারণা, স্পা সেন্টারের আড়ালে রমরমিয়ে দেহ ব্যবসা চালাচ্ছিল অভিযুক্তরা। এ ঘটনায় কাঠগড়ায় বিজেপি নেত্রী শালিনী যাদব। ফ্ল্যাটটি শালিনীর স্বামী অরুন যাদবের নামে রেজিস্ট্রার্ড। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শালিনী। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে শালিনী দাবি করেন, অহেতুক বিরোধীরা তাঁর নামে কুৎসা করছেন।