Varanasi | জ্যোতির রাস্তায় হেঁটেছে বারাণসীর যুবক! গ্রেপ্তার হলো পাকিস্তানের আর এক 'চর'

উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিজম স্কোয়াড পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ এনেছে তুফেইল নাম্নী ওই ব্যক্তির বিরুদ্ধে।
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সুন্দরী ‘দেশদ্রোহী’ জ্যোতি মালহোত্রা। এবার বারাণসী থেকে গ্রেপ্তার করা হল আরও এক ব্যক্তিকে। উত্তরপ্রদেশ অ্যান্টি টেররিজম স্কোয়াড পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ এনেছে তুফেইল নাম্নী ওই ব্যক্তির বিরুদ্ধে। পাকিস্তানের বহু মানুষের সাথে যোগাযোগ ছিল বারাণসীর বাসিন্দা তুফেইলের। এটিএস ফিল্ড ইউনিট বারাণসী সূত্রে খবর, তুফেইল রাজঘাট, নমো ঘাট, জ্ঞানবাপী, লালকেল্লার মতো গুরুত্বপূর্ণ জায়গার ছবি তুলে তা পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।