World Highest Bridge | বিশ্বের সবচেয়ে উঁচু রেলব্রিজে গড়ালো বন্দে ভারতের চাকা! কাটরার সঙ্গে সরাসরি জুড়ে গেল শ্রীনগর
Sunday, January 26 2025, 7:54 am
Key Highlightsশনিবার বিশ্বের সবচেয়ে উঁচু রেলব্রিজ দিয়ে ট্রায়াল রান শেষ করেছে বন্দে ভারত।
এবার কাটরার সঙ্গে রেলপথে সরাসরি জুড়ে গেলো জম্মু ও কাশ্মীর। শনিবার বিশ্বের সবচেয়ে উঁচু রেলব্রিজ দিয়ে ট্রায়াল রান শেষ করেছে বন্দে ভারত। এর ফলে কাটরা থেকে সরাসরি কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত জুড়ে গেল ভারতীয় রেল। প্রায় ২০ বছরের অপেক্ষার পর অবশেষে শনিবার এই ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বিশ্বের সবচেয়ে উঁচু চেনাব রেলব্রিজ পার করে গন্তব্যে পৌঁছেছে বন্দে ভারত। আগামী ফেব্রুয়ারি মাস থেকে নয়াদিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত পুরোদমে চালু হয়ে যাবে পরিষেবা।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- বন্দে ভারত
- জম্মু-কাশ্মীর

