রাজ্য

Vande Bharat | নতুন বছরে উপহার রেল মন্ত্রকের, বন্দে ভারত স্লিপার পেল বাংলা!

Vande Bharat | নতুন বছরে উপহার রেল মন্ত্রকের, বন্দে ভারত স্লিপার পেল বাংলা!
Key Highlights

১ জানুয়ারি, কলকাতা-গুয়াহাটির জন্য বন্দে ভারত স্লিপারের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

নতুন বছরে রেল মন্ত্রকের তরফে উপহার পেলো বাংলা। ১ জানুয়ারি, কলকাতা-গুয়াহাটির জন্য বন্দে ভারত স্লিপারের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানুয়ারির দ্বিতীয় ভাগে, ১৮-১৯ তারিখে এই ট্রেনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিটিআই সূত্রের খবর, এই ট্রেনে ১৬টি কোচ থাকবে। গোটা ট্রেনটিই শীতাতপ নিয়ন্ত্রিত। কবচ এবং ইমার্জেন্সি টক ব্যাক সিস্টেম থাকছে এই ট্রেনে।