Dhaka University Murder | পেট ভরিয়ে ভাত তরকারি খাইয়ে খুন! ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘চোর’ সন্দেহে পিটিয়ে মারা হলো ভবঘুরেকে

Friday, September 20 2024, 7:54 am
Dhaka University Murder | পেট ভরিয়ে ভাত তরকারি খাইয়ে খুন! ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘চোর’ সন্দেহে পিটিয়ে মারা হলো ভবঘুরেকে
highlightKey Highlights

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘চোর’ সন্দেহে পিটিয়ে মারা হল তোফাজ্জল হোসেন নামক এক ভবঘুরেকে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘চোর’ সন্দেহে পিটিয়ে মারা হল তোফাজ্জল হোসেন নামক এক ভবঘুরেকে। বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে ভবঘুরে তোফাজ্জলকে আটকের পর রাত ১০টা পর্যন্ত দফায় দফায় মারধর করা হয়। কিন্তু তিনি বারবার বোঝাতে চান, তিনি চোর নন, শুধু একটু খাবার চান। এরপর তাকে ক্যান্টিনে নিয়ে গিয়ে ভাত তরকারি খাওয়ায় স্টুডেন্টরা। পেট ভরে খেতে পেয়ে পড়ুয়াদের ধন্যবাদও জানিয়েছিলেন তোফাজ্জল। কিন্তু তারপরই তোফাজ্জলকে গেস্টরুমে গিয়ে নিয়ে পোশাক খুলিয়ে, পা ও চোখ বেঁধে পিটিয়ে খুন করে 'ছাত্র'রা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File