ক্রাইম

উত্তরপ্রদেশের আদালত চত্বরে গুলি বর্ষণের জেরে নিহত আইনজীবী

উত্তরপ্রদেশের আদালত চত্বরে গুলি বর্ষণের জেরে নিহত আইনজীবী
Key Highlights

উত্তরপ্রদেশে আদালত চত্বরেই গুলি করে খুন করা হয় এক আইনজীবীকে। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর আদালতের চার তলায় । প্রকাশ্যে দিনের আলোয় গুলি করে খুন করা হয়েছে ভূপেন্দ্র প্রতাপ সিংহ নামে এক আইনজীবীকে। নিহতের দেহের কাছ থেকেই একটি দেশি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে। গুলির আওয়াজে তীব্র আতঙ্ক ছড়ায় আদালতে উপস্থিত লোকজনের মধ্যে। দিশেহারা হয়ে তাঁরা ছোটাছুটি শুরু করেন। ঘটনার পর সেখানে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এসে পৌঁছয়। এই ঘটনার জেরে আদালতের আইনজীবীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।