UP Fog | ঘন কুয়াশায় দিশেহারা, একে অন্যকে ধাক্কা মারল ১০টি গাড়ি, উত্তরপ্রদেশে গুরুতর জখম অন্তত ১২!

Sunday, January 18 2026, 7:24 am
UP Fog | ঘন কুয়াশায় দিশেহারা, একে অন্যকে ধাক্কা মারল ১০টি গাড়ি, উত্তরপ্রদেশে গুরুতর জখম অন্তত ১২!
highlightKey Highlights

রবিবার সকালে উত্তর প্রদেশের শাহাজানপুরের কাছে লখনউ-দিল্লি জাতীয় সড়কের এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১২ জন।


শীত কমলেও ঘন কুয়াশায় নাজেহাল উত্তরপ্রদেশ। কুয়াশার জেরে রবিবার সকালে উত্তর প্রদেশের শাহাজানপুরের কাছে লখনউ দিল্লি জাতীয় সড়কের পথ দুর্ঘটনা ঘটেছে। সূত্রের খবর, এ দিন ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছিল গোটা এলাকা। রাস্তায় লাইন দিয়ে চলছিল বেশ কয়েকটি গাড়ি। আচমকাই একটি বাস চালক সামনের একটি গাড়িকে ধাক্কা মারেন। এরপর একের পর এক একে অন্যকে ধাক্কা মারতে শুরু করে ১০টি গাড়ি। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুয়াশার কারণেই দুর্ঘটনা ঘটেছে, জানিয়েছেন এক পুলিশ কর্তা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File